ভালোবাসবে

 ভালোবাসবে?

যখন ভেঙেচুরে  নিজের ভেতর 

তোমার কাছে হাত পাতবো!?

ভালোবাসবে?


যখন চোখ ঝাপসা হয়ে আসা কান্না 

লুকিয়ে তোমার দিকে চেয়ে থাকবো?

ভালোবাসবে?


যখন বুকের ভিতর হৃদপিন্ড 

উলট পালট রক্তে ভেজা কষ্ট হবে!?

ভালোবাসবে না বলো?


বিষন্নতা দীর্ঘশ্বাসে এই আমি চাইবো যখন 

তোমার পাশে একটু খানি ছায়া হতে?

ভালোবাসতে দেবে তখন!? 


ঠোঁটের কোনে লুকিয়ে ব্যাথা 

বলবো আমি হাজার কথা।

চোখের কোনে জল গড়ালে 

হাত বাড়িয়ে মুছে দিতে কাছে আসবে! 

ঠিক তখন ও ভালোবাসবে??



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

এক বাদশার ঘটনা নিয়ে শিক্ষনীয় ইসলামিক গল্প

প্রাচীন দশটি বিস্ময়কর মানব সভ্যতা

ইসলামে ক্ষমার অযোগ্য পাপ