ভালোবাসবে
ভালোবাসবে? যখন ভেঙেচুরে নিজের ভেতর তোমার কাছে হাত পাতবো!? ভালোবাসবে? যখন চোখ ঝাপসা হয়ে আসা কান্না লুকিয়ে তোমার দিকে চেয়ে থাকবো? ভালোবাসবে? যখন বুকের ভিতর হৃদপিন্ড উলট পালট রক্তে ভেজা কষ্ট হবে!? ভালোবাসবে না বলো? বিষন্নতা দীর্ঘশ্বাসে এই আমি চাইবো যখন তোমার পাশে একটু খানি ছায়া হতে? ভালোবাসতে দেবে তখন!? ঠোঁটের কোনে লুকিয়ে ব্যাথা বলবো আমি হাজার কথা। চোখের কোনে জল গড়ালে হাত বাড়িয়ে মুছে দিতে কাছে আসবে! ঠিক তখন ও ভালোবাসবে??